ছেলেদের তাদের থেকে বয়স্ক মেয়েদের পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে পারফেকশন।
অনেক ছেলেরাই তাদের থেকে বয়সে বড় মেয়েদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এর কারণ, তারা একটা মেয়ের মধ্যে যে বৈশিষ্ট্য বা গুণাবলী খুঁজে বেড়ায় , তার সবটুকু তার সমবয়সী মেয়েদের মধ্যে থাকে না। যা থাকে তার থেকে বয়সে বড় অথবা সামাজিক মর্যাদায় বড় এমন কোন মেয়ের মধ্যে।
যেমন ধরুন, বেশিরভাগ ছেলেই ভার্সিটিতে ওঠার পর বড় আপুদের উপর ক্রাশ খায়। কারণ কী? এর কারণ, নব্য ভার্সিটিতে আগমনকারী একটা মেয়ে এবং সিনিয়র একটা মেয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকে। যেমন ধরুন, গোছালো ভাব, ম্যাচুরিটি, সাজসজ্জা, যোগ্যতা ইত্যাদি। যার দরুন, অনেকেই তাদের প্রতি আকর্ষিত হয়।
এই একই বিষয় মেয়েদের বেলায়ও ঘটে। মেয়েরাও যোগ্যতাসম্পন্ন ছেলেদের পছন্দ করে। আর যোগ্যতাসম্পন্ন ছেলেরা সবসময়ই বয়স্ক হয়। তাই নব্য ভার্সিটি আগমনকারী মেয়েরা সর্বদাই সিনিয়রদের সাথে প্রেম করে। আর যত যা-ই হোক, দিনশেষে ছেলেদেরকে তার সমবয়সী অথবা তার থেকে ছোট মেয়েকেই বিয়ে করতে হয়। কারণ, মেয়েরা যোগ্যতাসম্পন্ন ছেলেদেরকেই বিয়ে করে।
সবাই পারফেকশন খুঁজবে এটাই স্বাভাবিক। মেয়েরা যেমন তাদের থেকে বয়সে বড় ছেলেদের পছন্দ করে, তেমনি একটা ছেলেরও তার বয়সে বড় মেয়েকে পছন্দ হতেই পারে। সে তাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার রাখে। এতে দোষের কিছু নেই। তাছাড়া প্রেম কখনো কোন ছোট-বড় দেখে হয় না। কিন্ত, আমাদের সামাজিক মূল্যবোধ এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে, আপনি আপনার থেকে বয়সে বড় কোন মেয়েকে পছন্দ করতে পারবেন না। আপনার পরিবার এবং সমাজ আপনাকে নানা কথা শোনাবে। এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা বড় বৈশিষ্ট্য। কারণ, মেয়েরা স্বামীর থেকে বয়সে যত ছোট হবে ততই স্বামীর কথা মেনে চলবে। তাই আমাদের সমাজে অনেক শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেরাও আজকাল বিয়ের জন্য দশম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়ে খোঁজে। কারণ, পাখি বড় হলে যে পোষ মানানো যাবে না।
তবে একটা ভেতরের কথা বলি, বয়সে বড় মেয়েদের প্রতি ছেলেদের দুর্বলতার সবচাইতে বড় কারন হলো মনস্তাত্ত্বিক । অনেকে ভাবে –
যদি সে বয়সে তার চাইতে বড় আর ম্যাচিউর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, তাহলে তার ঐ মেয়েকে শিখিয়ে পড়িয়ে নেয়ার প্রয়োজন পড়বে না । মেয়ে আগে থেকেই অভিজ্ঞ হলে তার সাথে নির্দ্বিধায় অসীম যৌনতায় মেতে থাকা যাবে ইত্যাদি ।
আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আকর্ষণ তো চিরন্তন ।
Comments
Post a Comment