যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে যৌনতার মধ্যে পুরুষাঙ্গ নিয়েও নানা ধরনের চিন্তা-ভাবনা কাজ করে মহিলাদের মধ্যে। নিজের পেনিসের সাইজ নিয়ে অনেক পুরুষ অহেতুক হতাশা আর দুশ্চিন্তায় ভোগে। অথচ তারা জানেই না যে তাদের পেনিস সাইজ একদম স্বাভাবিক এবং যৌনজীবনে সুখী হওয়ার জন্য যথেষ্ট।
ছেলেদের পুরুষাঙ্গ নিয়ে মেয়েদের অনেকধরনের ফ্যান্টাসি রয়েছে। গবেষণায় দেখা গিয়েছ, মাঝের মাপের পুরুষাঙ্গই মহিলারা বেশি পছন্দ করেন। জানুন এর আসল কারন।সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গেছে, যৌন মিলনের সময় মাঝারি মাপের পুরুষাঙ্গই বেশি পছন্দ করেন মহিলারা।
আকারে বড় মানেই যে তা আকর্ষণীয় হবে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে সমীক্ষা। গবেষণায় জানা গিয়েছে, সহানুভূতিশীল পুরুষই মহিলাদের বেশি আকৃষ্ট করে।
গবেষণা বলছে, মিলনের সময় অতিরিক্ত বড় পুরুষাঙ্গ নারীদের একেবারেই পছন্দ না। অনেক পুরুষ একথা শুনে অবাক হলেও এটাই সত্যি।
কিন্তু এর পিছনেও রয়েছে বেশ কিছু কারণ। একটি সমীক্ষায় মহিলাদের জিজ্ঞাসা করা হয়েছিল, কোন মাপের পুরুষাঙ্গ তাঁদের বেশি আকর্ষন করে ? উত্তরে তারা মাঝারি মাপের কথাই জানিয়েছেন।
নারীকে অর্গাজম বা যৌনসুখ দিতে পেনিস সাইজ কমপক্ষে কত ইঞ্চি হতে হবে?
উত্তর: কমপক্ষে চার ইঞ্চি।
আর মাঝারি মাপের পেনিস বলতে ৫ থেকে ৬ ইঞ্চি দৈর্ঘ্যের পেনিসকেই বোঝায়। আপনার পেনিস বা লিঙ্গ চার ইঞ্চি বা তার বেশি হলে আপনাকে আর আপনার লিঙ্গের সাইজ নিয়ে ভাবতে হবে না। গবেষণায় এটা প্রমাণিত যে, একজন পুরুষের পেনিস যদি কমপক্ষে চার ইঞ্চি লম্বা হয়, তাহলে সে তার সঙ্গীকে যৌনসুখ দিতে পারবে। কাজেই, আপনার পেনিস যদি চার ইঞ্চি বা তার বেশি হয়, তাহলে আপনি লিঙ্গের সাইজ নিয়ে না ভেবে দীর্ঘ সময় সেক্স করার কৌশল রপ্ত করুন। কারণ, নারীকে যৌনতৃপ্তি বা অর্গাজমের সুখ দিতে পেনিসের সাইজের থেকে দীর্ঘক্ষণ ধরে সেক্স চালিয়ে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ।
সমীক্ষায় আরও দেখা গেছে, পুরুষাঙ্গ অতিরিক্ত বড় হলে মিলনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন মহিলারা। সঙ্গমের সময় সেক্স পজিশন নিয়ে কমফরটেবল নয় পার্টনাররা।
বেশিরভাগ মহিলার ভ্যাজাইনার গভীরতা চার-পাঁচ ইঞ্চির বেশি হয় না। সেক্ষেত্রে অতিরিক্ত বড় পুরুষাঙ্গ সমস্যায় ফেলে দেয় মহিলাদের।
সমীক্ষায় মহিলারা জানিয়েছেন, বড় পুরুষাঙ্গ হলে অ্যানাল সেক্স রীতিমতো চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাড়ায়। তাই মাঝারি মাপই এক্ষেত্রে অনেক বেশি আরামদায়ক।
এক্ষেত্রে ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা এবং কিছুটা মোটা পুরুষাঙ্গ আদর্শ হিসেবে বিবেচনা করা হয়।
তবে পুরুষাঙ্গের মাপ দিয়ে কখনও ভালবাসা বিচার করা যয়া না। পার্টনারের মন জয় করার জন্য তার ভাল-মন্দের দিকও মাথায় রাখা জরুরি।
Comments
Post a Comment