মহিলাদের যোনি বা Vagina এর সন্মুখে সর্বমোট ছয়টি ছিদ্র রয়েছে। তবে যোনিমুখ ব্যতিত অন্য ছিদ্রগুলো তেমন একটি দৃষ্টিগোচর নয়। তাই আপাতদৃষ্টিতে মহিলাদের জননাঙ্গে একটিই মাত্র ছিদ্র আছে বলে মনে হয়। পায়ুপথকে বিবেচনায় আনলে মহিলাদের নিম্নাঙ্গে সর্বমোট ৭টি ছিদ্র হয়। যদিও পায়ুপথ যোনির অংশ নয়।
চিত্রঃ মহিলাদের বহিঃস্থ জননাঙ্গের বিন্যাস (সূত্রঃ ইউটিউবের Sexplanation channel)
১) যোনিমুখ (Vaginal opening) - ১টি
এই পথেই সন্তান প্রসব হয়ে থাকে। সঙ্গমে পুরুষাঙ্গের প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হয়। মাসিকের সময় রক্ত এই রাস্তা থেকেই নির্গত হয়।
২) মূত্রছিদ্র (Urethral meatus) - ১টি
মূত্র নির্গমনের পথ। Bladder বা মূত্রথলি থেকে মূত্র আলাদা একটি পথে এসে এই ছিদ্র দিয়ে বের হয়। মূত্র যোনিপথ দিয়ে নির্গত হয় না।
৩) Skene's gland এর ছিদ্র - ২টি
পুরুষের প্রোস্টেট গ্রন্থির অনুরূপ এই Skene's glands. আরেকটি নাম paraurethral gland. যোনিপথের উপরের দিকে মূত্রছিদ্রের দুই পাশে একটি করে মোট দুটি ছোট ছিদ্র রয়েছে। Skene's gland থেকে নিঃসৃত ক্ষরণ এই পথ দিয়ে বের হয়ে, সঙ্গমের সময় যোনিপথে পিচ্ছিলতা আনে। অনেকে মনে করেন, Female ejaculation (মহিলাদের বীর্যপাত?) এর জন্য দায়ী এই গ্রন্থি।
৪) Bartholin's gland এর ছিদ্র - ২টি
যোনিপথের ঠিক নিচে (৪টা আর ৮টা বাজার সময় ঘড়ির ঘন্টার কাটা যে অবস্থানে থাকে) দুপাশে একটি করে আরও দুটি ছিদ্র রয়েছে। এগুলো রয়েছে বার্থোলিন গ্ল্যান্ড নামের দুইটি গ্রন্থি থেকে নিঃসৃত তরলের নিঃসরণের জন্য। এই বার্থোলিন গ্ল্যান্ড পুরুষের Cowper gland এর সমতূল (analgous). এর কাজ সঙ্গমের সময় যোনির সন্মুখ অংশ পিচ্ছিল করা।
উইকিপিডিয়াতে মহিলাদের যোনির এই ছিদ্রগুলো সম্বলিত একটি সুন্দর (বাস্তব) চিত্র আছে যেখানে ছিদ্রগুলো স্পষ্ট করে দেখানো হয়েছে। নিচের চিত্রটি সেটি।
চিত্রটিতে যোনির একপাশ দেখানো হয়েছে। Labia টেনে ধরার কারনে শুধু বামপাশটি দেখা যাচ্ছে। ডানপাশে থাকা Skene's gland এবং Bartholin's gland এর ছিদ্র দুইটি ঢাকা পরে গেছে।
Comments
Post a Comment